ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৭-১৬ ০৪:৫০:১৯

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ডিজিটাল প্লাটফরম ব্যবহার করে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের সম্মানিত উপদেষ্টা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ এবং চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধানগণ ও শাখা ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।

সভায় ২০২১ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা এবং পরবর্তী সময়ের জন্য কাঙ্খিত লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়। (বিজ্ঞপ্তি)

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন
ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জেতার সুযোগ
ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু