সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে সাতক্ষীরা সদর, বগুড়ার শেরপুর, পাবনার চাটমোহর, মানিকগঞ্জের সাটুরিয়া ও ঢাকার আশুলিয়ায় উপশাখা ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড।
বুধবার (১৪ জুলাই) ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একযোগে উপশাখাগুলোর উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।
ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ এম সাইদুর রহমান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, কোম্পানি সেক্রেটারি মো. মোজাম্মেল হোসেন, সাপোর্ট সার্ভিস ও ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মেজর (অব.) পারভেজ হোসেন।
নতুন শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।