ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
ইউরোমানি অ্যাওয়ার্ড পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৭-১৪ ১২:৩৬:৪৮

ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সিলেন্স ২০২১-এ ‘বেস্ট ইন্টারন্যাশনাল ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। টানা তৃতীয়বারের মতো ব্যাংকটি সম্মানজনক এ পুরস্কার অর্জন করল।

বুধবার (১৪ জুলাই) ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ব্যাংকটি জানিয়েছে, কোভিড-১৯ এর নানা প্রতিকূলতা মোকাবিলা করে বাংলাদেশের সমৃদ্ধির অব্যাহত যাত্রাকে সমর্থন করার লক্ষ্যে তারা অঙ্গীকারবদ্ধ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গত বছর মোট ২৫টি মুখ্য আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে।

এছাড়াও ব্যাংকটি ২০২০ সালে সর্বোচ্চ পরিমাণ সিএসআর-এ অবদান রাখা আন্তর্জাতিক ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে স্বীকৃতি লাভ করে। কোভিড-১৯ এর প্রভাবে তৎক্ষণাৎ সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে এ বছর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ১৩৫ মিলিয়ন টাকা (১ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার) অর্থের একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে। এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ব্যাংকটি দেশের জন্যে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং তাত্ক্ষণিক সহায়তা নিশ্চিত করবে এবং জীবনযাত্রার মান উন্নয়ন করে দেশের দীর্ঘমেয়াদী বৃদ্ধিতে অবদান রাখবে।

নতুন এ অর্জন নিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, বাংলাদেশের দীর্ঘসময় ধরে সেবা প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আমরা সবসময় বিশ্বাস করি, আমাদের জাতির জন্য যা কিছু মঙ্গলজনক, তা দীর্ঘমেয়াদে ব্যাংকের পক্ষেও শুভবার্তা বয়ে আনবে। এ বিশ্বাসের ওপর নির্ভর করেই আমরা ব্যাংকের সব পরিকল্পনা গ্রহণ করে থাকি। অ্যাওয়ার্ডটি আমাদের এ বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। এ অর্জনকে সম্ভবপর করে দেওয়ার জন্য আমি আমাদের গ্রাহক, রেগুলেটর এবং বৃহৎ ইকোসিস্টেমের প্রতি কৃতজ্ঞতা জানাই।

স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর কোভিড-১৯ সংক্রান্ত গৃহীত উদ্যোগ অ্যাওয়ার্ড কমিটির এক অনন্য বিবেচ্য উপাদান ছিল। ব্যাংকটি তার ক্লায়েন্টদের অর্থ পরিশোধের সময়সূচি নিয়ে উল্ল্যেখযোগ্য ভূমিকা পালন করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকটি লোন এক্সটেনশন-এর সুবিধা প্রদানের মাধ্যমে তাদের ক্লায়েন্টদের বেতন ও মজুরি পরিশোধের সুবিধা করে দেয়। এছাড়াও ব্যাংকটি ৬৩ হাজার কর্মীর জন্য ডিজিটাল ওয়েজ পেমেন্ট-এর প্রচলন করে এবং অনিশ্চয়ক পরিস্থিতিতে বিভিন্ন ব্যবসায়ের সুবিধার্থে ইউনিক ফাইন্যান্সিং প্রোগ্রাম চালু করে।

মিয়ানমারের ২ ব্যাংকের সঙ্গে লেনদেন না করার পরামর্শ  বাংলাদেশ ব্যাংকের
বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার ব্যাংক
ডিজিটাল ডিপোজিট সংগ্রহে স্ট্যান্ডার্ড চার্টার্ড-আইডিএলসির চুক্তি