ঢাকা রবিবার, মে ১১, ২০২৫
সাউথ বাংলা ব্যাংকের সঙ্গে ডিএসই ও সিএসই’র চুক্তি
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৭-০৬ ১২:৩৪:২৩

পুঁজিবাজারে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ব্যবস্থাপনায় ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম ব্যবহারের লক্ষ্যে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমেটেডের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ত্রিপক্ষীয় একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) রাজধানীর ডিএসই কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। এসবিএসি ব্যাংকের এসভিপি ও কোম্পানি সেক্রেটারি মোকাদ্দেস আলী, ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার রবিউল ইসলাম এবং সিএসই’র ডেপুটি ম্যানেজার জাহিদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময়ে ডিএসই’র চিফ অপারেটিং অফিসার এম. সাইফুর রহমান মজুমদার, এসবিএসি ব্যাংকের ইভিপি ও হেড অব ট্রেজারি মোহাম্মদ আসাদুল হক, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের স্বপ্না রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর