ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
ন্যাশনাল ব্যাংকের মুনাফা ৫৭ শতাংশ কমেছে
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৭-০৫ ১২:০৪:৪২

শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চলতি অর্থবছরের তিন মাসে (জানুয়ারি-২০-মার্চ’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫৭ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের তিন মাসে (জানুয়ারি-মার্চ’২১) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ০.৩০ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.১৭ টাকা বা ৫৭ শতাংশ কমেছে।

২০২১ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.০৮ টাকায়।

শীর্ষ ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ
প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদন পেল রূপালী ব্যাংক
হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করবে আইসিবি