ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বিদেশ থেকে রেমিট্যান্স পাঠালে বাড়তি প্রণোদনা দেবে রূপালী ব্যাংক
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৭-০৫ ০৫:০১:০২

ঈদ উল-আজহা উপলক্ষ্যে বিদেশ থেকে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে সরকারের দেয়া দুই শতাংশ প্রণোদনার সাথে আরও এক শতাংশ বেশি দিচ্ছে রাষ্ট্রায়াত্ত রূপালী ব্যাংক।

এই ব্যাংকের মাধ্যমে কেউ বিদেশ থেকে অর্থ পাঠালে বাংলাদেশে সেই টাকা তুললে ৩ শতাংশ হারে বেশি পাওয়া যাবে।

রূপালী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

গত রোজা থেকে সরকার নির্ধারিত দুই শতাংশ প্রণোদনার সাথে এই বাড়তি প্রণোদনা দেয়া শুরু রূপালী ব্যাংক । ব্যাংকটি কোরবানির ঈদ পর্যন্ত সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

হুন্ডিসহ বিভিন্ন অবৈধ উপায়ে রেমিট্যান্স আসা ঠেকাতে নানা উদ্যোগ নেয় সরকার। সে কারণেই ২০১৯-২০ অর্থবছর থেকে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা দিয়ে আসছে সরকার। নতুন বাজেটেও এই সুবিধা অব্যাহত রাখা হয়েছে।

অর্থাৎ কোনো প্রবাসী ১০০ টাকা দেশে পাঠালে তার স্বজন ১০২ টাকা পাচ্ছেন। তবে ঈদকে সামনে রেখে সেই স্বজন ১০৩ টাকা তুলতে পারছেন রূপালী ব্যাংক থেকে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ৩০ জুন শেষ হওয়া ২০২০-২১ অর্থবছরের দুই দিন (২৯ ও ৩০ জুন) বাকি থাকতেই ২৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই অর্থ গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৬ দশমিক ৪০ শতাংশ বেশি।

ব্যাংক সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুন মাসের বাকি দুই দিনের রেমিট্যান্স যোগ হলে সদ্য সমাপ্ত অর্থবছরের মোট রেমিট্যান্সের পরিমাণ ২৫ বিলিয়ন ডলারের কাছাকাছি গিয়ে পৌঁছবে।

সরকারের সংশ্লিষ্ট তথ্যমতে, বিশ্বের বিভিন্ন দেশে সোয়া কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের পাঠানো রেমিট্যান্স। দেশের জিডিপিতে সব মিলিয়ে অর্থনীতির অন্যতম প্রধান সূচক রেমিট্যান্সের অবদান প্রায় ১২ শতাংশ।

রেমিট্যান্সে ভাটা, প্রণোদনা বাড়ানোর দাবি প্রবাসীদের
রেমিট্যান্স আনা সহজ করল বাংলাদেশ ব্যাংক
হজযাত্রীরা ১২০০ ডলার সঙ্গে নিতে পারবেন