সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের শরিয়াহ্ভিত্তিক ইসলামি ব্যাংকিং উইন্ডো ‘এসবিএসি ইসলামি ব্যাংকিং’ গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল কনফারেন্সে উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন। অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, পরিচালনা পর্ষদের সদস্য ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন ও ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমান, শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা মো. আব্দুর রাজ্জাক প্রমুখ অংশ নেন। বিজ্ঞপ্তি