ঢাকা মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
ইসলামী ব্যাংকের নগদ লভ্যাংশ অনুমোদন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৬-২৭ ১১:৩৩:০০

ইসলামী ব্যাংকের ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২০ সালের আর্থিক বিবরণীসহ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।

রোববার (২৭ জুন) ভার্চুয়াল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান এতে সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের আল-রাজি কোম্পানি ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড-এর প্রতিনিধি ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী ও মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীরা। এছাড়া সভায় বিদেশি প্রাতিষ্ঠানিক ও দেশি শেয়ারহোল্ডাররাও অংশ নেন।

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন
ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জেতার সুযোগ
ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু