মধুমতি ব্যাংক লিমিটেডের গত বছরের সর্বশেষ দিনভিত্তিক আর্থিক বিবরণীর ওপর ভিত্তি করে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ (সিআইএবি) ব্যাংকের দীর্ঘমেয়াদি রেটিং এ২ থেকে এ১ এ জুন ৩০, ২০২২ পর্যন্ত) উন্নীত করে। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এ ক্রেডিট রেটিং উন্নয়নের মেয়াদ বজায় থাকবে। উল্লেখ্য, ওই রেটিং ব্যাংকের এ-যাবত্কালের মধ্যে অর্জনকৃত সর্বোচ্চ রেটিং। দীর্ঘমেয়াদি রেটিং এ১ আর্থিক দায়বদ্ধতা মেটানোর ক্ষেত্রে ব্যাংকের শক্তিশালী অবস্থানকে নির্দেশ করে।
অন্যদিকে ব্যাংক স্বল্পমেয়াদি রেটিং এসটি-২ অর্জন করেছে, যা ব্যাংকের আর্থিক দায়বদ্ধতা যথাসময়ে পরিশোধের শক্তিশালী অবস্থানকে বোঝানো হয়। এটা ব্যাংকের তারল্যভিত্তি, অভ্যন্তরীণ তহবিল গঠন এবং তহবিলের বিকল্প উৎসের সহজলভ্যতার ক্ষেত্রে স্থিতিশীল ও দৃঢ় পদক্ষেপসহ মধুমতি ব্যাংকের প্রশংসনীয় অবস্থানকে তুলে ধরছে।