ঢাকা সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
করোনা কেড়ে নিল ব্র্যাক ব্যাংকের তরুণ কর্মকর্তাকে
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৬-১৬ ১২:১৭:৪৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো. জাহাঙ্গীর হোসেন (৩০) নামে ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামের ছমির মোড়লের একমাত্র ছেলে। তিনি ব্র্যাক ব্যাংকের বগুড়া শাখায় কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৫টায় বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি মা-বাবা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নিহতের চাচা সাংবাদিক শফিকুল ইসলাম জানান, তিন বছর পূর্বে বিবাহ করে স্ত্রীকে নিয়ে কর্মস্থল বগুড়ায় বসবাস করতেন জাহাঙ্গীর। গত ঈদের ছুটিতে স্ত্রীসহ গ্রামের বাড়িতে ঈদ করতে এসেছিলেন। ঈদ শেষে কর্মস্থল বগুড়ার ব্র্যাক ব্যাংকে ফিরে যান তিনি। সেখানে কর্মরত অবস্থায় এক সপ্তাহ আগে করোনা সংক্রমিত হয়ে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল ৫টায় মৃত্যুবরণ করেন তিনি।

আজ সকাল ৮টায় তার লাশ গ্রামের বাড়ি তালার নলতায় এসে পৌঁছে। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানেই তার লাশ দাফন করা হয়েছে। তার অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কান্তা বিশ্বাস এর ডেঙ্গুতে মৃত্যু
জিয়াউল হাসান আবারও সোনালী ব্যাংকের চেয়ারম্যান
ওয়ান ব্যাংকের তরুণ কর্মকর্তার মৃত্যু