ব্যাংকিং সেবা আরও সহজ করতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দেশের বিভিন্ন স্থানে আরও চারটি উপশাখা উদ্বোধন করেছে।
বৃহস্পতিবার ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আকরাম হোসেন (হুমায়ুন) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে চারটি উপশাখার উদ্বোধন ঘোষণা করেন। প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে চারটি উপশাখার কার্যক্রম শুরু করেন।
উপশাখাগুলোর মধ্যে রয়েছে চাঁদপুরে চান্দ্রা বাজার উপশাখা, নোয়াখালীতে গোপালপুর বাজার উপশাখা, ঢাকায় দক্ষিণ খান উপশাখা ও বাউনিয়া উপশাখা।
এরমধ্যে গোপালপুর বাজার উপশাখায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে য্ক্তু ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ এম. আমানউল্লাহ, আনোয়ারুল হক, আব্দুল হান্নান, নাসিরউদ্দিন চৌধুরী, মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল প্রমুখ।
ভার্চুয়ালী আরও যুক্ত হন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জি.ডব্লিউ.এম. মোর্তজা, আদিল রায়হান, শামীম আহমেদ, হাসনে আলম এবং মাহমুদ আলম চৌধুরী সহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকবৃন্দ, চারটি উপশাখার নিয়ন্ত্রণকারী শাখাপ্রধানগণ, উপশাখার ইনচার্জগণ ও রিজিওনাল হেডসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।