ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
আড়াইহাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণ সামগ্রী বিতরণ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৬-০৯ ১০:৩৯:১৩

নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার লাভ করায় এবং বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ লকডাউনের কারণে দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে। সে প্রেক্ষিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকার কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম গ্রহণ করেছে।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার পাঁচরুখী ও ছনপাড়া এলাকায় কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড। যথাযথ সামাজিক দূরত্ব বজায় রেখে সহস্রাধিক কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ হিসেবে সহস্রাধিক পরিবারের প্রতি পরিবারকে ০৫ কেজি চাল, ০২ কেজি ডাল, ০১ কেজি তৈল, ০২ কেজি পেঁয়াজ, ০২ কেজি আলু, ০১ কেজি লবণ, ০১ কেজি চিনি, ০২ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম গুড়া দুধ, ১০০ গ্রাম হলুদের গুড়া, ১০০ গ্রাম মরিচের গুড়া, এবং ০১ পিস সাবান বিতরণ করা হয়েছে।

ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার আরডিএস কর্মকর্তাদের কর্মশালা
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন
ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জেতার সুযোগ