ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
ডিএসইতে আজ তিন ব্যাংকের লেনদেন বন্ধ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৬-০৫ ২১:২১:১২

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের তিন প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, এক্সপোর্ট ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের লেনদেন আজ বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্যমতে, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে ব্যাংক তিনটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণের জন্য নির্ধারিত রেকর্ড ডেটের কারণে আজ লেনদেন বন্ধ থাকবে। আগামীকাল পুনরায় ব্যাংক তিনটির লেনদেন চালু হবে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটি। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

ডিএসইতে বৃহস্পতিবার ব্যাংকটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১২ টাকা।

এক্সিম ব্যাংক: ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটি। এর মধ্যে ৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।

ডিএসইতে বৃহস্পতিবার এক্সিম ব্যাংক শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১২ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৮ টাকা ৬০ পয়সা থেকে ১৩ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

স্ট্যান্ডার্ড ব্যাংক: ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটি। এর মধ্যে ২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। ডিএসইতে বৃহস্পতিবার ব্যাংকটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৯ টাকা ৬০ পয়সা।

শীর্ষ ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ
প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদন পেল রূপালী ব্যাংক
হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করবে আইসিবি