কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২২তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের বিনিয়োগের প্রস্তাব ও বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
রোববার (২৩ মে) পুলিশ হেডকোয়ার্টাসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এসভিপি ও প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসীর নূর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্ততে এ তথ্য জানানো হয়।
এ সময় অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন অ্যান্ড অপারেশন্স) ড. মো. মইনুর রহমান চৌধুরী, র্যাব মহাপরিচালক (ডিজি) অ্যাডিশনাল আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশের ডিআইজি (হিউম্যান রিসোর্স) আবু হাসান মুহম্মদ তারিক, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট-রেভিনিউ-১) ড. শোয়েব রিয়াজ আলম, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) মো. ফেরদৌস আলী চৌধুরী, ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, কাজী মশিউর রহমান, ড. আব্দুল্লাহ আল মাহমুদ ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মসিউল হক চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।