পুঁজিবাজানর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শান্তা ইক্যুইটিকে পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংক হিসেবে নিবন্ধন সনদ প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেছে।
কমিশনের ৭৭৪ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচাল ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষতির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শান্তা ইক্যুইটি লিমিটেডকে একটি ফুল-ফ্লেজ্ড মার্চেন্ট ব্যাংকার নিবন্ধন সনদ প্রদানের জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থাৎ এখন থেকে শান্তা ইক্যুইটি লিমিটেড একটি পূর্ণাঙ্গ মার্চেন্ট ব্যাংকের ভূমিকা পালন করতে পারবে।
এই নিয়ে বিএসইসির অনুমোদিত মার্চেন্ট ব্যাংকের সংখ্যা দাড়িয়েছে ৬৪টি।