ঢাকা রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪
ডাচ-বাংলা ব্যাংকের পর্ষদ সভা ২২ মে
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৫-১৯ ২১:৩০:৫৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২২ মে সকাল ১০ টায় নির্ধারন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটির পর্ষদ সভায় ২০২১ সালের ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে তা পর্ষদ অনুমোদনক্রমে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।

কোম্পানি ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।  সর্বশেষ ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার