ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
প্রাইম ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভা ২০ মে
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৫-১৮ ২৩:৩৭:০৪

প্রাইম ব্যাংক লিমিটেড আগামী ২০ মে সকাল ১১টায় ২৬তম বার্ষিক সাধারণ সভা আয়োজন করতে যাচ্ছে। কোভিড-১৯ এর কারণে দ্বিতীয়বারের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা আয়োজন করা হচ্ছে।

অংশগ্রহণের নিয়মকানুন সিডিবিএল সিস্টেমে সংরক্ষিত শেয়ারহোল্ডারদের যোগাযোগের ঠিকানায় ইমেইল ও এসএমএস এর মাধ্যমে শেয়ারহোল্ডারদের জানিয়ে দেয়া হয়েছে।

যোগ্য শেয়ারহোল্ডারবৃন্দ বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম https://primebank.bdvirtualagm.com এর মাধ্যমে প্রশ্ন ও মতামত প্রদান করতে পারবেন এবং ভোট দিতে পারবেন। এই প্ল্যাটফর্মটি বার্ষিক সাধারণ সভা শুরুর কমপক্ষে ২৪ ঘন্টা পূর্বে সচল করা হবে। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রাইম ব্যাংক লিমিটেড ইতিমধ্যেই একজন স্বতন্ত্র পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর