ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বেগমগঞ্জে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ত্রাণসামগ্রী বিতরণ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৫-১৬ ০৭:৪২:৫০

নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) এর বিস্তার লাভ করায় এবং বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ লকডাউনের কারণে দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে।

সে পরিপ্রেক্ষিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকার কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের কার্যক্রম গ্রহণ করেছে।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি ব্যাংকের চৌমুহনী শাখার উদ্যোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লাউতলী এলাকার কর্মহীন শ্রমজীবী মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

ত্রাণ হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৭ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি তৈল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ এবং সেমাই বিতরণ করা হয়েছে।

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন
ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জেতার সুযোগ
ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু