আজ বুধবার খোলা থাকবে ব্যাংক ও পুঁজিবাজার। একই সঙ্গে জরুরি কাজে নিয়োজিত সরকারি দপ্তরগুলোও খোলা থাকবে। গতকাল সরকারি অফিসের বেলায় এমন সিদ্ধান্ত দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
জানা গেছে, কভিড-১৯ মহামারিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ১৬ মে পর্যন্ত। কিন্তু ব্যাংক ও পুঁজিবাজার খোলা রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোও সীমিত পরিসরে গ্রাহকসেবা দিয়ে আসছে।
এবারের রমজান ২৯ দিনের হলে আগামীকাল ১৩ মে পবিত্র ঈদুল ফিতর। সে হিসাবে ঈদের পূর্বদিন হওয়ায় আজ সাধারণ ছুটি হওয়ার কথা। কিন্তু সরকারি নির্দেশনায় আজ খোলা রাখা হচ্ছে।
এবার সরকারি ছুটির ক্যালেন্ডার তৈরি করা হয়েছে রমজান মাস ৩০ দিন ধরে। এবার মহামারি নিয়ন্ত্রণে ঈদের ছুটি তিন দিন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মচারীদের কর্ম এলাকায় থাকতে নির্দেশনা দিয়েছে। কর্মচারীদের এলাকায় রাখার কৌশল হিসেবে আজও অফিস খোলা রাখা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগামীকাল অফিস খোলা থাকবে।’ ছুটির নীতিমালা অনুযায়ী, ঈদের দিন সরকারি সাধারণ ছুটি। ঈদের পূর্ব ও পরদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। সব মিলিয়ে ঈদের ছুটি হয় তিন দিন।
কিন্তু ২৯তম রমজানের থেকে সরকারি ছুটি শুরু হয়। রোজা ২৯টা হলে ঈদের দিন ও পরদিন ছুটি থাকে। তবে রোজা ৩০টা হলে ঈদের আগে দু’দিন আর ঈদের দিন ও ঈদের পরদিন ছুটি থাকে। সব মিলিয়ে ছুটি চার দিন হয়। কিন্তু এবার রমজানে দিনের সংখ্যা যাই হোক ছুটি তিন দিনই হচ্ছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটিও রয়েছে।