ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
মুনাফা বেড়েছে ওয়ান ব্যাংকের
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৫-০৬ ০৯:৫৮:২৩

সদ্য সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডাদের সাড়ে ১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ওয়ান ব্যাংক লিমিটেড। ব্যাংকটির নতুন বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) মুনাফা বেড়েছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। যা বৃহস্পতিবার (৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশ করা হয়েছে।

প্রথম প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ওয়ান ব্যাংকের সমন্বিত ‌শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৪ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ৭৯ পয়সা। ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে ওয়ান ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ১৫ পয়সা।

৩১ ডিসেম্বরে ২০২০ সালে ওয়ান ব্যাংক শেয়ারহোল্ডারদের সাড়ে ১১ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে ৬ শতাংশ নগদ ও সাড়ে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

ঘোষিত লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে আগামী ২৪ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারণ করছে। ওই দিন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ সভা অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মে।

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার