ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিতে চায় ইসলামী ব্যাংক
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৪-২৭ ২২:৪২:২৮

শেয়ারহোল্ডারদের জন্য ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার (২৭ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় এ সুপারিশ করা হয়। আগামী ৩৮তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ লভ্যাংশ দেওয়া হবে।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বোর্ড সভায় ভাইস চেয়ারম্যান ইউসিফ আবদুল্লাহ আল-রাজী ও মো. সাহাবুদ্দিন, আইডিবি-র প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে.কিউ.এম. হাবিবুল্লাহ উপস্থিত ছিলেন।

চলতি বছরের ২৭ জুন রোববার ব্যাংকের ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ব্যাংকের ডিভিডেন্ড-এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ মে বৃহস্পতিবার। এছাড়া, সভায় ২০২১ সালের ৩১ মার্চ শেষ হওয়া বছরের প্রথম প্রান্তিকের অ-নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়।

ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার আরডিএস কর্মকর্তাদের কর্মশালা
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন
ইসলামী ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে ফ্রিজার জেতার সুযোগ