কভিডের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারমান ডা. এইচবিএম ইকবালের উদ্যোগে অসহায় ও কর্মহীন মানুষদের মাঝে চাল-ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের ১২০টি শাখার মাধ্যমে দেশব্যাপী এ প্রয়াস অব্যাহত থাকবে বলে জানান ডা. এইচবিএম ইকবাল। বিজ্ঞপ্তি