চট্টগ্রামের আনোয়ারায় রেজাউল করিম (৫৪) নামে এক ব্যাংক ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার কালা বিবি দীঘির মোড় এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
আহত রেজাউল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের মৃত আবদুল মাবুদের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রেজাউল দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংক লিমিটেড সাতকানিয়া শাখার ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি ব্যাংক থেকে সিএনজিচালিত অটোরিকশায় নগরীর বাসার দিকে রওনা হন। আনোয়ারার পিএবি সড়কের কালা বিবি দীঘির মোড় এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা অটোরিকশার পথরোধ করে। এরপর উপর্যপুরি ছুরিকাঘাত করে তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেয়।
টাকাগুলো লকডাউনের কারণে বাসায় রমজানের খরচ মেটানোর জন্য আনা হচ্ছিল বলে জানায় রেজাউলের পরিবার। স্থানীয়রা তাকে আহত অবস্থায় প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার অবস্থা আশঙ্কাজনক।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, ছিনতাইয়ের ঘটনার ব্যাপারে আমি এখনো কিছু জানি না। তবে এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।