ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শেয়ারবাজারেও লেনদেনের সময়সীমা বাড়ল
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৪-১১ ২১:৪১:০৬

ব্যাংকের সঙ্গে সমন্বয় করে আগামী সোমবার ও মঙ্গলবার ৩০ মিনিট বাড়িয়ে শেয়ারবাজারে আড়াই ঘণ্টা লেনদেন করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, ১২ ও ১৩ এপ্রিল দুইদিন ব্যাংকের লেনদেনের সময়সীমা আরো আধা ঘণ্টা বাড়িয়ে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এরসঙ্গে সমন্বয় করে দেশের শেয়ারবাজারে লেনদেনের সময়সীমাও আধা ঘণ্টা বাড়ানো হয়েছে।

এরফলে আগামী দুইদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেন চলবে। ওই দুইদিন আধা ঘণ্টা লেনদেন বাড়ালেও যথারীতি প্রি-ওপেনিং বন্ধ থাকছে এবং ১৫ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন চালু থাকবে।

এর আগে গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সরকার ঘোষিত সার্বিক কার্যাবলী ও চলাচল সীমিত থাকাকালীন সময়ে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা নির্ধারণ করা হয়েছিল।

শীর্ষ ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ
প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদন পেল রূপালী ব্যাংক
হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করবে আইসিবি