ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
ডিএসইর ভারপ্রাপ্ত এমডি করোনায় আক্রান্ত
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৪-০৫ ০৮:২১:০৮

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতিন পাটোয়ারী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ছাড়াও দেশের দুই পুঁজিবাজারে মোট করোনায় আক্রন্ত হয়েছে ৪৯ জন।এর মধ্যে ৩৪ জন ডিএসইতে এবং ১৫ জন সিএসইতে।

জানা গেছে, ডিএসইতে ৩৬১ জন কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে এখন পর্যন্ত ৩৪ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পযর্ন্ত কেউ মারা না গেলেও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন দুজন।

ডিএসইতে স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে। কিন্তু দেশব্যাপী করোনা ছড়িয়ে পড়ায় নতুন করে ভয় কাজ করছে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের মাঝে।

এদিকে করোনার প্রকোপ কমাতে সোমবার থেকে সাতদিনের বিধিনিষেধ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেক ১৮টি নির্দেশনা দেওয়া হয়েছে যথাযথভাবে পরিপালনের জন্য।

সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে পুঁজিবাজারে লেনদেনের সময় কমেছে। এতে পুঁজিবাজার সংশ্লিষ্টদের কমেছে অফিসের সময় ।

শীর্ষ ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ
প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদন পেল রূপালী ব্যাংক
হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করবে আইসিবি