ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
মাইক্রোবাসে তুলে প্রাইম ব্যাংক কর্মকর্তার সর্বস্ব লুট
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৪-০২ ২১:৫০:৩১

জানা গেছে, বৃহস্পতিবার অফিস শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির উদ্দেশ্যে মির্জাপুর বাইপাস স্টেশনে যান ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর। এ সময় একটি মাইক্রোবাসের চালক সিরাজগঞ্জে যাবে বলে স্টেশন যাত্রী ডাকতে থাকেন। জাহাঙ্গীরসহ আরো তিনজন যাত্রী হয়ে ওই মাইক্রোবাসে ওঠেন। মাইক্রোবাস ছাড়ার দুই-তিন মিনিট পরেই গাড়িতে থাকা অন্য যাত্রীরা নিজেদের ছিনতাইকারী দাবি করে জাহাঙ্গীর আলমের চোখ-মুখ, হাত-পা বেঁধে ফেলে। এ সময় ছিনতাইকারীরা মারধর করে তার কাছে থাকা ১৪শ’ টাকা ও ব্যাংক কার্ড নিয়ে নেয়। পরে ব্যাংক কার্ডের পাসওয়ার্ড নিয়ে তার হিসাব থেকে ৫০ হাজার টাকা তুলে নেয় ছিনতাইকারীরা। পরে উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ডে তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় স্থানীয়রা রাত সাড়ে নয়টার দিকে জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে।

মির্জাপুর থানার এসআই খাইরুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেননি। পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর