পুঁজিবাজারে আসছে আরও একটি মার্চেন্ট ব্যাংক। কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড নামের এই মার্চেন্ট ব্যাংকটি বেসরকারি কমিউনিটি ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডকে মার্চেন্ট ব্যাংকের লাইসেন্স দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) অনুষ্ঠিত বিএসইসির ৭৬৭তম কমিশন সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
কমিউনিটি ব্যাংক হচ্ছে পুলিশ কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন একটি ব্যাংক। ২০১৯ সালে ব্যাংকটি বাণিজ্যিক কার্যক্র শুরু করে। এই ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে কমিউনিটি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।