দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের চেয়ে বৃহস্পতিবার (২৫ মার্চ) এনআরবিসি ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৯০ পয়সা। এতে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এনআরবিসি ব্যাংক পুঁজিবাজারে লেনদেন শুরুর পর দুই দিন দরপতন হয়েছিল। কোম্পানির শেয়ার বুধবার সর্বশেষ ১১ টাকা ৬০ পয়সায় বেচাকেনা হয়েছে। বৃহস্পতিবার ৭ দশমিক ৭৬ শতাংশ বা ৯০ পয়সা দর বেড়ে তা ১২ টাকা ৫০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ১১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিবিবি পাওয়ার। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২৭ টাকা ৮০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ই-জেনারেশন দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, নিটল ইন্স্যুরেন্স, তাওফিকা ফুডস, রানার অটোমোবাইল, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড, লুব রেফ বাংলাদেশ লিমিটেড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ।