সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের দুই ব্রোকারেজ হাউজ। এজন্য তাদের সতর্ক করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৩ মার্চ) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, যে দুই ব্রোকারকে সতর্ক করলো সেগুলো হচ্ছে- জিএমএফ সিকিউরিটিজ লিমিটেড ও সালাম অ্যান্ড কোম্পানি লিমিটেড। এসব প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে সিকিউরিটি আইন যথাযথভাবে পরিপালন করতে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে বিএসইসি।