ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
প্রাইম ব্যাংকের নতুন এমডি ও সিইও হাসান ও. রশীদ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৩-১৩ ২১:০৬:২৫

বেসরকারি প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন হাসান ও. রশীদ। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ প্রায় আট বছর ইস্টার্ন ব্যাংকে কর্মরত অবস্থায় ব্যালেন্স শিট প্রবৃদ্ধি অর্জন ও ট্রান্সফর্মেশনের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  

লোকাল ও মাল্টিন্যাশনাল ব্যাংকের করপোরেট, রিস্ক ম্যানেজমেন্ট, এসএমই ও রিটেইল ব্যাংকিংয়ে   ঊর্ধ্বতন পদে তার রয়েছে ২৭ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা।

ক্রেডিট অ্যাগ্রিকোল ইন্দোসুয়েজ এ তিনি তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে এইচএসবিসি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) এ বিভিন্ন ঊর্ধ্বতন পদের দায়িত্ব গ্রহণ করেন।

রশীদ যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে ইকোনমিকস ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক এবং যুক্তরাষ্ট্রের থান্ডারবার্ডের গার্ভিন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ওমেগা, ইউকে থেকে ‘ক্রেডিট প্রফেশনাল’ সার্টিফিকেটও অর্জন করেন।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর