ঢাকা শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭টি আউটলেট উদ্বোধন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৩-১১ ০৯:২১:৩৭

শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। আউটলেটগুলো হলো- চট্টগ্রামের বাঁশখালির গন্ডামারা বাজারে, কক্সবাজারের রামুর পানির ছড়া মামুন মিয়ার বাজারে, ফরিদপুরের বাকিগঞ্জের খলিল মন্ডল হাটে, ঢাকার যাত্রাবাড়ির রায়েরবাগ উত্তর বাজারে, সাতক্ষীরার কোমরপুরের শাঁখরা বাজারে, চাঁদপুরের শাহরাস্তির লোটরা বাজারে এবং চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাট বাজারে। 

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আবদুল আজিজ  ও মোঃ মোস্তফা খায়ের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহুরুল হকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

পাঁচ ব্যাংককে একীভূত করে গড়ে তোলা হবে একটি বৃহৎ ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার আরডিএস কর্মকর্তাদের কর্মশালা
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন