ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
কেন্দ্রীয় ব্যাংক ও বিএসইসির বৈঠক ১৫ মার্চ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৩-১০ ১০:১৪:১১

মুদ্রাবাজার ও শেয়ারবাজারের উন্নয়নে আগামী ১৫ মার্চ দুপুর ১২টায় কেন্দ্রীয় ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রতিনিধিদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ওইদিন বাংলাদেশ ব্যাংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বিএসইসির কার্যালয়ে আসবেন। তাদের সঙ্গে বিএসইসির শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা বৈঠক করবেন।

বৈঠকে শেয়ারবাজার ও মুদ্রাবাজারের উন্নয়নে উভয় নিয়ন্ত্রক সংস্থা কোন কোন দিক নিয়ে কাজ করতে পারে, তা নিয়ে আলোচনা করা হবে। পরে সেসব বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।

শীর্ষ ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ
প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদন পেল রূপালী ব্যাংক
হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করবে আইসিবি