ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
পুঁজিবাজারে দরপতন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৩-১০ ১০:০৮:২৯

দেশের পুঁজিবাজারে আগের দিন লেনদেন হাজার কোটি টাকা ছাড়ালেও বুধবার (১০ মার্চ) অধিকাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সূচকের পতনের পাশাপাশি লেনদেনও কমেছে।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে।  ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ১৪৯ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭৯ কোটি ৭৩ লাখ টাকা। আগের কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৩ কোটি ৩৮ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫১টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৬৪ টির, কমেছে ১৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৪ টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৮৯ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ২৩৯ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৪০ পয়েন্ট কমে ৯ হাজার ৭৬৪ পয়েন্টে অবস্থান করছে।  সিএসইতে লেনদেন হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৪৯ টির, কমেছে ১১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৯৪ লাখ টাকা।

শীর্ষ ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ
প্রাইমারি ডিলার হিসেবে অনুমোদন পেল রূপালী ব্যাংক
হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করবে আইসিবি