ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
মার্কেন্টাইল ব্যাংকের এমডির স্ত্রীর মৃত্যু
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৩-০৯ ০৭:৫৭:১২

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরীর স্ত্রী সাবরিনা ইসলাম চৌধুরী মঙ্গলবার (০৯ মার্চ) সকাল ৭টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ব্যাংকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি এক মেয়ে, জামাতাসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ গুলশান কেন্দ্রীয় মসজিদে (আজাদ মসজিদ) বাদ আসর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, সকল নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ব্যাংকের এমডি’র স্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা মরহুমার আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার