ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
এনআরবি ব্যাংকের নতুন ডিএমডি মো. আব্দুল ওয়াদুদ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০৩-০৮ ১১:৪৮:৫৪

এনআরবি ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মো. আব্দুল ওয়াদুদ। এনআরবি ব্যাংকে যোগ দেয়ার আগে তিনি সিটি ব্যাংক লিমিটেডে ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে এমএসসি সম্পন্ন করে ১৯৯৬ সালে বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেডে ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন তিনি। দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে তিনি ইস্টার্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, করপোরেট ব্যাংকিংয়ের ইউনিট হেড, স্ট্রাকচার্ড ফাইন্যান্স বিভাগের প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে তিনি ২০১১ সালে সিটি ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের প্রধান হিসেবে যোগদান করেন। সেখানে তিনি সিআরও, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের প্রধান, হেড কমার্শিয়াল ব্যাংকিং, ট্রেড এবং এসএমই এম বিজনেস, ক্যামেলকো ছাড়াও বিভিন্ন সময়ে সাপ্লাই চেইন ফাইন্যান্স, আইন ও রিকভারি বিভাগ দেখাশোনার দায়িত্ব পালন করেন। —বিজ্ঞপ্তি

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর