ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
পূবালী ব্যাংকের ৩৭তম এজিএম ১৮ মার্চ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০২-২৫ ২৩:০৪:১৭

শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির এজিএম আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ইতিমধ্যে ব্যাংকটির ৩৭তম এজিএমের এজেন্ডা পরিচালনা পর্ষদ পুননির্বাচনের অনুমতি দিয়েছে উচ্চ আদালত।

তথ্য মতে, উচ্চ আদালতের নির্দেশনা মেনে এজেন্ডার বাকি বিষয়গুলোর জন্য আগামী ১৮ মার্চ সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্ম ও শারীরিক উপস্থিতিতে রাজধানীর দিলকুশার ব্যাংকটির অডিটরিয়ামে এজিএম অনুষ্ঠিত হবে।

এর আগে ৩৭তম এজিএম ৩০ জুলাই, ২০২০ সালে অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ওই বছরের ৯ জুলাই।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর