ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
বাংলাদেশে অত্যাধুনিক এসটিএম আনলো ইউসিবি
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০২-২৩ ১১:২১:২০

বাংলাদেশে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন স্মার্ট টেলার মেশিন (এসটিএম) নিয়ে এসেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) প্রধান অতিথি হিসেবে এসটিএম’র উদ্বোধন করেন ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামানসহ অন‌্যান‌্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

সরাসরি ব্যাংকে না গিয়ে এসটিএম’র মাধ‌্যমে তাৎক্ষণিক অ‌্যাকাউন্ট খোলা, ডেবিট কার্ড প্রিন্ট, চেক বই রিকুইজিশনসহ অন্যান্য ব্যাংকিং সেবা পাওয়া যাবে।

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার