ঢাকা শুক্রবার, মে ৯, ২০২৫
সাউথ বাংলা ব্যাংকের করপোরেট শাখায় এটিএম বুথ
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০২-০৪ ২৩:০৫:০০

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের করপোরেট শাখায় (বিএসসি টাওয়ার, দ্বিতীয় তলা, ২-৩ রাজউক এভিনিউ, দৈনিক বাংলা মোড়, মতিঝিল বা/এ, ঢাকা) সম্প্রতি এটিএম বুথ উদ্বোধন করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী।

এ সময় উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও কামাল উদ্দিন, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান, মোকাদ্দেস আলী ও আসিরুল হক, ভাইস প্রেসিডেন্ট ও কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, ক্রেডিট ডিভিশনের প্রধান এএসএম হোজাইফা নোমান, আন্তর্জাতিক বিভাগের প্রধান এএনএম ময়েজ আহমেদ, এসবিএসি করপোরেট শাখার ব্যবস্থাপক শেখ শরফুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর