ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
নেপালের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু
  • ফুলকি ডেস্ক
  • ২০২০-১০-২৪ ০৭:৫৬:৪৭

নেপালের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল দল। শনিবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্থানীয় দুই কোচ সৈয়দ গোলাম জিলানী ও মাসুদ পারভেজ কায়সারের নেতৃত্বে অনুশীলন শুরু করেছেন আশরাফুল রানারা। আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক প্রীতি দুটি।

নেপালের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য ৩৬ জন ফুটবলার প্রাথমিক ক্যাম্পে ডেকেছিলেন প্রধান কোচ জেমি ডে। এর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ১৪ জনের মধ্যে ১২ জন যোগ দেবেন ২৭ অক্টোবর। বাকিদের মধ্যে সবাই ক্যাম্পে প্রথম দিন থেকে যোগ দিতে পারেননি। করোনা পরীক্ষার রিপোর্ট বিলম্ব হওয়ায় অনেকে শুক্রবার রিপোর্ট করতে পারেননি।

করোনাভাইরাসের কারণে ৭ মাস ফুটবলের বাইরে থাকার পর অনুশীলনে নামলেন ফুটবলারা। জেমি ডে এবং তার স্বদেশি সতীর্থরা ক্যাম্প শুরুর প্রথম দিন থেকে যোগ দেননি। ২৯ অক্টোবর ইংল্যান্ড থেকে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। অধিনায়ক জামাল ভূঁইয়াও যথারীতি বিলম্বে যোগ দিচ্ছেন ক্যাম্পে। তারও ২৯ অক্টোবর ঢাকায় এসে ক্যাম্পে যোগ দেয়ার কথা।

প্রধান কোচ জেমি এবং বাকি ফুটবলাররা যোগ দেয়ার পরই পূর্ণতা পাবে জাতীয় দলের ক্যাম্প। পুরোদমে অনুশীলন শুরু হবে তারপরই। এর আগে স্থানীয় দুই কোচ খেলোয়াড়দের ফিটনেস নিয়েই কাজ করবেন। কারণ, অনেক দিন খেলার বাইরে থাকায় ফুটবলারদের ফিটনেস ফিরিয়ে আনাই কঠিন চ্যালেঞ্জ। প্রথম দিনে ১৫ ফুটবলার নিয়ে ফিজিক্যাল ট্রেনিং করিয়েছেন স্থানীয় কোচরা।

রূপালী ব্যাংকে অফশোর ব্যাংকিং বিষয়ক সেমিনার
রাষ্টায়াত্ব ব্যাংকের শীর্ষকর্তাদের ১৬ শতাংশ নারী
সোনালী ব্যাংকের নতুন পদোন্নতির  নীতিমালা বাতিলে রুল