ঢাকা বুধবার, মে ৭, ২০২৫
সাউথইস্ট ব্যাংককে পুরস্কৃত করলো ঢাকা ওয়াসা
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-১৬ ০৬:০৮:৫৪

ঢাকা ওয়াসার বিল সংগ্রহে ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ৩৪টি ব্যাংক ও ৩টি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস’র (এমএফএস) মধ্যে ‘তৃতীয় স্থান’ অর্জন করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড।

শনিবার (১৬ জানুয়ারি) ঢাকা ওয়াসা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেয়া হয়। ব্যাংকটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের নিকট থেকে পুরস্কারের সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন।

এ সময় ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা ও ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান উপস্থিত ছিলেন।

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর