ঢাকা মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪
সিটি ব্যাংকে ব্লকচেইনে শরীয়াভিত্তিক আন্তর্জাতিক ঋণপত্রের লেনদেন
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২১-০১-০৭ ০৭:২০:৫৭

ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে সিটি ব্যাংক আন্তর্জাতিক ঋণপত্র ইসলামী শরিয়াহ ভিত্তিক অর্থায়ন ব্যবস্থার অধীনে কার্যকর করেছে। জেদ্দা ভিত্তিক ইসলামী উন্নয়ন ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিনান্স করপোরেশনের (আইটিএফসি) সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে সিটি ব্যাংক লেনদেনটি সম্পন্ন করেছে। এখানে আইটিএফসি অ্যাডভাইসিং ও অর্থায়ন ব্যাংক হিসেবে কাজ করেছে। আইটিএফসি সিটি ব্যাংককে প্রদত্ত মুরাবাহা ট্রেড ফিনান্স লাইনের অধীনে এলসিকে অর্থায়ন করেছে।

হংকং-ভিত্তিক রফতানিকারক অ্যাপারেল লিংক (এইচকে) লিমিটেড থেকে পোশাক শিল্পের জন্য আনুষঙ্গিক উপকরণ আমদানি লক্ষ্যে শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক ডেবনেয়ার গ্রুপের পক্ষ থেকে এই এলসি ইস্যু করা হয়েছিল।

এই লেনদেন প্রক্রিয়াটি অনেক দ্রুত সম্পাদিত হয়। যেখানে প্রচলিত ব্যাবস্থায় ক্রসবর্ডার এলসি ইস্যু থেকে বেনিফিশিয়ারির কাছে পৌছানো পর্যন্ত ২৪-৭২ ঘণ্টা প্রয়োজন হত, সেখানে ব্লকচেইন নেটওয়ার্কে এলসি খসড়া থেকে এলসি ইস্যু এবং অ্যাডভাইসিং ব্যাংক কর্তৃক এলসি বেনিফিশিয়ারির কাছে পৌঁছাতে মাত্র ৩৮ মিনিট সময় নেয়।

ব্লকচেইন এমন এক প্রযুক্তি যাতে গুরুত্বপূর্ণ ডাটা নিরাপদে এবং এনক্রিপ্টেড করে মজুদ করা যায়। একবার লেনদেন সম্পন্ন হলে লেনদেনের তথ্য যাতে কখনো বদলানো না যায়, তা নিশ্চিত করে ব্লকচেইন। এর ফলে লেনদেনে স্বচ্ছতা আসে এবং জালিয়াতি ও প্রতারণার সুযোগ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। -বিজ্ঞপ্তি

সাউথইস্ট ব্যাংকে গ্রাহকের মতবিনিময় সভা
ব্যাংকগুলো শাখা খোলার পরিবর্তে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে
আইএফআইসি ব্যাংক থেকে গ্রাহকের ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশ গ্রেপ্তার