ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
লংকাবাংলা ফাইন্যান্স ও এমটিবির মধ্যে চুক্তি স্বাক্ষর
  • ব্যাংকবীমিবডি.কম
  • ২০২০-১২-২৮ ০৬:৫৮:১৩

সম্প্রতি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। লংকাবাংলা ফাইন্যান্সের এমডি ও সিইও খাজা শাহরিয়ার এবং এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় লংকাবাংলা ফাইন্যান্সের মাস্টারকার্ড টাইটেনিয়াম ও ভিসা প্লাটিনাম কার্ড ব্যবহারকারীরা আগামী ১ জানুয়ারি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এমটিবি এয়ার লাউঞ্জে ফ্রি প্রবেশাধিকার ও আপ্যায়ন সুবিধাদি উপভোগ করতে পারবেন।

এমটিবি সেন্টারে আয়োজিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে লংকাবাংলা ফাইন্যান্সের হেড অব রিটেইল বিজনেস খোরশেদ আলম, হেড অব কার্ডস মো. মিনহাজ উদ্দিন, এমটিবির এএমডি ও সিবিও সৈয়দ রফিকুল হক এবং হেড অব এসএমই ও রিটেইল ব্যাংকিং মো. সাফকাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি

 

ব্যাংকে নারী কর্মীর সংখ্যা বেড়েছে
ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডিসহ আট কর্মকর্তাকে দুদকে তলব
কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ‘ক্ষীণ’, ডিজিটাল ব্যাংক এখনই নয়: গভর্নর