ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
এবি ব্যাংক থেকে পদত্যাগ করলেন রুমী আলী
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২২-০৭-০৬ ১২:৫৬:৫৫

এবি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মুহাম্মদ এ (রুমী) আলী। আজ বুধবার (৬ জুলাই) সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি পদত্যাগের ঘোষণা দেন।

এবিষয়ে মুহাম্মদ এ (রুমী) আলী বলেন, 'গত তিন বছর ব্যাংক বোর্ড পরিচালকদের জন্য কঠিন সময় ছিল। ব্যাংকের মূলধন দরকার। আমি বার বার মালিকদের মূলধন বাড়াতে বলেছি, কিন্তু তারা সাড়া দেননি।'

'নতুন পুঁজি ছাড়া ব্যাংককে এগিয়ে নেওয়া সম্ভব নয়, এই উপলদ্ধি থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি'- যোগ করেন তিনি।

এর আগে ২০১৯ সালের ২০ এপ্রিল তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় এবি ব্যাংকের পরিচালক বোর্ড। তিনি চেয়ারম্যান থাকার সময় ২০২১ সালে নেট মুনাফায় বার্ষিক ৮২ শতাংশ প্রবৃদ্ধির মুখ দেখে ব্যাংকটি।

প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদন অনুসারে, ২০২০ সালে ব্যাংকটির মোট মুনাফা আগের ৩৯.৪৩ কোটি থেকে বেড়ে ৭১.৬৮ কোটি হয়েছিল। শেয়ারপ্রতি আয় ছিল দশমিক ৮৬ টাকা। শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য ছিল ৩০.৫৯ টাকা।

২০২২ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে মোট মুনাফা ১৯ শতাংশ বেড়ে হয় ১৫.১৬ কোটি টাকা, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল ১২.৭৪ কোটি টাকা।

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. জাহিদ হোসাইন
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হলেন মো. মেহমুদ হোসেন
এনআরবি ব্যাংকের নতুন এমডি তারেক রিয়াজ খান