ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
বাংলাদেশ কমার্স ব্যাংকের এমডি ও সিইও হিসেবে মো. তাজুল ইসলামের যোগদান
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২২-০৩-১৪ ২২:০৫:০৯

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন মো. তাজুল ইসলাম। এর আগে রাষ্ট্রায়ত্ত কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর করার পর ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে তিনি ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। জনতা ব্যাংকে দেশ-বিদেশের বিভিন্ন শাখায় শাখাপ্রধান হিসেবে ২৩ বছর ও মহাব্যবস্থাপক, বিভাগীয় প্রধান এবং উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রায় ছয় বছর দায়িত্ব পালন করেন।

রূপালী ব্যাংকের নতুন পরিচালক মুজিব আহমদ সিদ্দিকী
বিএফআইইউ প্রধান হলেন শাহিনুল ইসলাম
বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. জাহিদ হোসাইন