ঢাকা রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
বাউবি’র বোর্ড অব গভর্নর এর সদস্য হলেন সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২২-০৩-১০ ২১:০৭:১৭

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আতাউর রহমান প্রধান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের সদস্য হিসেবে দুই বছরের জন্য মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এবং সংশোধিত ২০০৯ এর ১৯ (১) (চ) ও ১৯ (২) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় উপাচার্য এর অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড গভর্নরস এর সদস্য হিসেবে দু বছরের জন্য মনোনীত করা হয়েছে।

মো. আতাউর রহমান প্রধান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ায় সোনালী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। —বিজ্ঞপ্তি

আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ bankbimabd এ লাইক দিন

রূপালী ব্যাংকের নতুন পরিচালক মুজিব আহমদ সিদ্দিকী
বিএফআইইউ প্রধান হলেন শাহিনুল ইসলাম
বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. জাহিদ হোসাইন