ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন এ এফ এম শাহীনুল ইসলাম
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২২-০৩-০২ ০৯:২৬:২৬

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপন থেকে নির্বাহী পরিচালক হিসাবে পদোন্নতী পেলেন এ এফ এম শাহীনুল ইসলাম। বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের সেক্রেটারীয়েটস ডিপার্টমেন্টে এর মহাব্যবস্থাপক এ এফ এম শাহীনুল ইসলাম মার্চ ০৩ নির্বাহী পরিচালক হিসাবে পদোন্নতি পেয়েছেন।

জনাব এ এফ এম শাহীনুল ইসলাম ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে মেধা তালিকায় বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন । পরবর্তীতে ১৯৯৭ সালে উপপরিচালক, ২০০৭ এ যুগ্মপরিচালক, ২০১১ সালে উপমহাব্যবস্থাপক, ২০১৭ সালে মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন বিভাগ, ফরেক্স রিজার্ভ ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, আইন বিভাগ, ডিপোজিট ইনসুরেন্স ডিপার্টমেন্ট ও চট্রগ্রাম অফিসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তিনি মহাব্যবস্থাপক হিসেবে ডিপোজিট ইনসুরেন্স ডিপার্টমেন্ট, মতিঝিল অফিস এবং সর্বশেষ সচিব বিভাগে কৃতিত্বের সাথে বিভাগ/অফিস প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এ এফ এম শাহীনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ হতে বিএসসি(অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স (আইবিবি) এর একজন ডিপ্লোমেড এসোসিয়েট। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি সিংগাপুর, শ্রীলংকা, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিন কোরিয়া, বাহরাইন ও দুবাই অনুষ্ঠিত বিভিন্ন সভা সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহন করেন।

জনাব এ এফ এম শাহীনুল ইসলাম জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা ১নং চর পাকেরদহ ইউনিয়নের বীর পাকেরদহ গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. জাহিদ হোসাইন
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হলেন মো. মেহমুদ হোসেন
এনআরবি ব্যাংকের নতুন এমডি তারেক রিয়াজ খান