মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান পদ্মা ব্যাংকে (পূর্বে ফারমার্স ব্যাংক নামে পরিচিত) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করতে যাচ্ছেন।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, ইতোমধ্যেই বাংলাদেশ ব্যাংক এ নিয়োগের অনুমোদন দিয়েছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯৪ সালে বেক্সিমকো গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে পেশা শুরু করেন। এমটিবিতে যোগদানের পূর্বে তিনি ব্যাংক আলফালাহ্ বাংলাদেশের রিটেইল ব্যাংকিং ও বিজনেস, বাংলাদেশ অপারেশনসের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি এমটিবিতে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে এসএমই ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন।
২৫ বছরের পেশাগত অভিজ্ঞতার মধ্যে ২২ বছরের ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন তারেক স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এ ১৯৯৭ সালে ট্রেইনি অফিসার হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন। ২০১৩ সাল অব্দি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা পদে কর্মরত ছিলেন এবং এর পর প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি
উল্লেখ্য, এহসান খসরুর মেয়াদ শেষ হওয়ার পর পদ্মা ব্যাংকের এমডি ও সিইও পদে এখন দায়িত্ব পালন করছেন ফয়সাল আহসান চৌধুরী (বর্তমান দায়িত্ব)।
এহসান খসরু ২০১৮ সালের জানুয়ারিতে ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও হিসাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত ব্যাংকটিতে যোগদান করেন।
খসরুর স্থলাভিষিক্ত হন একেএম শামীম, যাকে আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং তারল্য ব্যবস্থাপনায় ব্যর্থতার জন্য কেন্দ্রীয় ব্যাংক বরখাস্ত করেছিল।
ব্যাংকটি সম্প্রতি খসরুর মেয়াদ শেষ হওয়ার পরে পুনরায় নিয়োগের জন্য আবেদন করেছিল, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের জানুয়ারিতে এমডি পদে বয়সসীমা ৬৫ পেরিয়ে যাওয়ায় তা অনুমোদন করেনি।