ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
পুনর্নিয়োগ পেলেন ঢাকা ব্যাংকের এমডি এমরানুল হক
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২২-০২-২৬ ০০:১৭:২১

ঢাকা ব্যাংকের এমডি ও সিইও জনাব এমরানুল হককে পরবর্তী তিন বছরের জন্য পুণরায় নিয়োগ দেয়া হয়েছে যা ২২ ফেব্রুয়ারি, ২০২২ থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ ব্যাংকও জনাব হককে পুনরায় নিয়োগের অনুমোদন দিয়েছে।

দেশে-বিদেশে তিন দশকের বেশি সময়ের ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন এমরানুল হক ১৯৮৬ সালে ব্যাংক অব ক্রেডিট অ্যান্ড কমার্স ইন্টারন্যাশনালের (বিসিসিআই) ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ক্যারিয়ার শুরু করেন। ১৯৯৮ সালে তিনি ঢাকা ব্যাংক লিমিটেডে যোগদানের আগে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং ক্রেডিট আফ্রিকা ব্যাংক লিমিটেড, জাম্বিয়ায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ঢাকা ব্যাংকের সঙ্গে দীর্ঘ পথপরিক্রমায় তিনি উপব্যবস্থাপনা পরিচালকসহ (বিজনেস ব্যাংকিং) বিভিন্ন গুরুত্বপূর্ণ করপোরেট শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

এমরানুল হক বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে দেশে-বিদেশে যথা মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, নেদারল্যান্ডস, চীন, থাইল্যান্ড, মালয়েশিয়া, হংকং ও পাকিস্তানে অংশগ্রহণ করেন। তিনি একজন ‘সার্টিফায়েড করপোরেট ব্যাংকার’ এবং আমেরিকান একাডেমি অব ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ফেলো। এছাড়া তিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) ব্যাংকিং টেকনিক অ্যান্ড প্র্যাকটিস-সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক (সম্মান) এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. জাহিদ হোসাইন
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হলেন মো. মেহমুদ হোসেন
এনআরবি ব্যাংকের নতুন এমডি তারেক রিয়াজ খান