টানা পাঁচ বছর দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস’ অর্জন করেছে ব্র্যাক ব্যাংক। ধারাবাহিকভাবে এ পুরস্কার পাওয়ায় ব্র্যাক ব্যাংক এর কর্পোরেট সুশাসন নতুন উচ্চতায় পৌঁছে গেল।
‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস ২০২০’ এর ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেয়েছে ব্র্যাক ব্যাংক, যা প্রাইভেট ব্যাংক ক্যাটাগরিতে সর্বোচ্চ পুরস্কার। প্রাইভেট ব্যাংক ক্যাটাগরিতে আগে ২০১৬, ২০১৭ ও ২০১৯ সালে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ বা প্রথম স্থান এবং ২০১৮ সালে দ্বিতীয় স্থান লাভ করে ব্র্যাক ব্যাংক। পরপর পাঁচ বছর আইসিএমএবি পুরস্কার পাওয়া, ব্র্যাক ব্যাংকের জন্য একটি অনন্য অর্জন।
কর্পোরেট সুশাসনে উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ প্রতিবছর দেশের সেরা কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ডস’ দেওয়া হয়। সবচেয়ে বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন ও লোকাল ব্যাংকিং খাতে মধ্যে সর্বোচ্চ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের শেয়ারহোল্ডিং এবং দেশ সেরা ক্রেডিট রেটিং ব্র্যাক ব্যাংক এর উচ্চমানের ব্যবস্থাপনা ও কর্মদক্ষতার প্রতিফলন বহন করে।
গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজের (জিএবিভি) সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক ব্যাংকিং খাতে মূল্যবোধ ও টেকসই উদ্যোগে প্রাধান্য দেয়।
সম্প্রতি ঢাকার হোটেল লে মেরিডিয়ানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া। এসময় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেইঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, আইসিএমএবির প্রেসিডেন্ট আবু বকর সিদ্দিকী এসময় উপস্থিত ছিলেন।
এ পুরস্কার অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন বলেন, সুশাসন, নিয়মানুবর্তিতা, নৈতিকতা ও স্বচ্ছতা ব্র্যাক ব্যাংকের ব্যবসায়িক মডেলের মূল ভিত্তি। পর পর পাঁচ বছর আইসিএমএবির এ স্বীকৃতি ওই চার বিষয়ের প্রতি আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন বহন করে।
 
            
 
                      
                         


 
                                     
                                     
                                     
                                     
                                     
                                    