ঢাকা শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন পরিমল চন্দ্র চক্রবর্ত্তী
  • ব্যাংকবীমাবিডি
  • ২০২২-০১-০৯ ০৯:১৭:০৯

বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক পরিমল চন্দ্র চক্রবর্ত্তী নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গত ২ জানুয়ারি তিনি এই পদোন্নতি পান।

পরিমল পদোন্নতি পাওয়ার আগে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে ইইএফ ইউনিটের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকার ধামরাইয়ে জন্ম নেওয়া পরিমল ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।

কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড পান।

জগন্নাথ কলেজ  থেকে উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী পরিমল পরে পুন্ড্র ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজিতে এমবিএ করেন।

বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান ড. জাহিদ হোসাইন
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান হলেন মো. মেহমুদ হোসেন
এনআরবি ব্যাংকের নতুন এমডি তারেক রিয়াজ খান